24.4 C
Dhaka
September 29, 2024
Lyrics

একাকী মন Ekaki Mon :Lyrics (Balam)

Balam

একাকী মন Ekaki Mon :Lyrics (Balam)

 

Balam
Balam

 

ও ও ও হো ও ও আ আ আ
নারে নান নারে নান নারে না
নারে নান নারে নানা নারে না
রে নান নারে নানা নারে না
একাকী মন আজ নিরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝ কিনা
একাকী মন আজ নিরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝ কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালি তুমি কোথায়
নারে নান নারে নান নারে না
নারে নান নারে নানা নারে না
রে নান নারে নানা নারে না
ওওওও হোহো হো ওওও
ওওওও হোহো হো ওওও

দিনের আলোর শেষে
যখন রাত নামে
তোমাকে খুঁজে পাই
আঁধারের শিরোনামে
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালি তুমি কোথায়
নারে নান নারে নান নারে না
নারে নান নারে নানা নারে না
রে নান নারে নানা নারে না

নিথর চোখের কোনে
অথৈ শুন্যতা
ভাবনার বন্দরে
চাঁদ জাগে অপূর্নতায়
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালি তুমি কোথায়
একাকী মন আজ নিরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝ কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালি তুমি কোথায়
নারে নান নারে নান নারে না
নারে নান নারে নানা নারে না
রে নান নারে নানা নারে না

Related posts

LYRIC :Ki Nesha – কি নেশা (কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে) Balam

Lutfur Mamun

..দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল..

Lutfur Mamun

গানের লিরিক্স এখন অনেক রাত – আইয়ুব বাচ্চু (এলআরবি)

Lutfur Mamun

Leave a Comment