মঙ্গলবার দিনের ইবাদত
হাদীস শরীফে আছে “হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ” এরশাদ করেছেন
যদি কোন ব্যক্তি মঙ্গলবার দিন বেলা একটা বা প্রহরে সময় কিংবা উহার কিছু পড় এমনভাবে দুই দুই রাকাত করে ১০ রাকাত নামাজ আদায় করে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর আয়তাল কুরসী একবার, সূরা ইখলাস তিনবার ,পাঠ করে তবে আল্লাহ নির্দেশ মোতাবেক তার আমলনামায় কোন প্রকার পাপ ও বোধ লেখা হয় না আর সে ব্যক্তি যদি ৭০ দিনের মধ্যে সে পরলোক গমন করে তবে সে শহীদি মর্যাদা লাভে সক্ষম হবে এবং তার ৭০ বছরের গুনাহ মাফ করা হয় ||
মঙ্গলবার রাতের ইবাদত
হাদীস শরীফে আছে :বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : ইরশাদ করেছেন, যদি কোন ব্যক্তি মঙ্গলবার রাতে দুই দুই রাকাত করে ১২ রাকাত নামাজ এভাবে আদায় করে সে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পর সূরা নছর পাঁচবার পাঠ করে তাহলে দুনিয়ায় দৈর্ঘ্য এবং প্রস্থ ৭ গুণ বৃহৎ একখানা বালাখানা তার জন্য বেহেশতে তৈরি করা হবে ||