24.4 C
Dhaka
February 21, 2025
News

বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা চার লাখ ছাড়িয়েছে

মিয়ানমারে আইনশৃঙ্খলা বাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে প্রাণভয়ে রাখাইন রাজ্য থেকে এক মাসেরও কম সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা বেড়ে চার লাখ নয় হাজারে দাঁড়িয়েছে।

শনিবার জাতিসংঘ এ তথ্য জানিয়ে বলেছে, সহিংসতার বলি হয়ে গড়ে প্রতিদিন বাংলাদেশে ঢুকেছে ১৮ হাজার রোহিঙ্গা।

আলজাজিরার খবরে বলা হয়, বিপুলসংখ্যক রোহিঙ্গার আগমনে এরই মধ্যে জনাকীর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থা শোচনীয় হয়ে গেছে।

জাতিসংঘ বলেছে, শুক্রবার একটি ক্যাম্পের কাছে কিছু ব্যক্তির কাপড় বিতরণের সময় ‘ছুটাছুটি’ করতে গিয়ে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।

এমন বাস্তবতায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বৃহস্পতিবার অনুষ্ঠেয় অধিবেশনে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেবেন।

প্রধানমন্ত্রীর মুখপাত্র নজরুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) মিয়ানমারে রাখাইনে সহিংসতা দ্রুত বন্ধের আহ্বান জানাবেন। একই সঙ্গে রাখাইনে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পাঠাতে জাতিসংঘের মহাসচিবের কাছে আবেদন জানাবেন।’

‘রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ তৈরি করতেও তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাবেন’, বলেন নজরুল।

Related posts

সপ্তাহের রাশিফল -২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০১৮ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।

Lutfur Mamun

Covid_19 update and latest news Wednesday, 13 May 2020

Lutfur Mamun

শীতের রাতে শুটিংয়ে ববিতা ক্যামেরার পেছনে আমজাদ হোসেন,Amjad Hossain behind Babita camera ||

Lutfur Mamun

Leave a Comment