24.4 C
Dhaka
December 30, 2025
Awaaz Workstation

আমি আগের ঠিকানায় আছি | Ami Ager Thikanay Achi |

আমি আগের ঠিকানায় আছি

 

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।

সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।

শিল্পী: মুরাদ

Related posts

কাজী নজরুল ইসলাম – কবিতা “পথহারা”

Lutfur Mamun

বনের বেদে, নৃত্যনাট্য, কাজী নজরুল ইসলাম, বাঁশরী,Baner Bede, dance drama, Kazi Nazrul Islam, flute

Lutfur Mamun

Solo GTR TTM 04-05-2025||

Lutfur Mamun

Leave a Comment