24.4 C
Dhaka
April 26, 2025
Awaaz Workstation

আমি আগের ঠিকানায় আছি | Ami Ager Thikanay Achi |

আমি আগের ঠিকানায় আছি

 

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।

সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।

শিল্পী: মুরাদ

Related posts

আমার অন্তর পাখিটা যাইরে উড়িয়া এই অন্তর ভাঙ্গিয়া |Amar Antar pakhita jayre uriya |Bangla Folk Song

Lutfur Mamun

ফুল-ফাগুনের এলো মরশুম | নজরুল সংগীত | জান্নাতে রোম্মান তিথি,Nazrul Sangeet, Roman Tithi in Jannat

Lutfur Mamun

Mala Gatha Shesh Na hote By Tanjim lata,মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে-তানজিম লতা,

Lutfur Mamun

Leave a Comment