24.4 C
Dhaka
July 18, 2025
News

শাজাহান খান নৌ মন্ত্রী বললেন – এ আন্দোলন সম্পর্কে আমি কিছু জানি না …

শাজাহান খান নৌ মন্ত্রী বললেন – এ আন্দোলন সম্পর্কে আমি কিছু জানি না

 

আট দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট বিষয়ে কোনো মন্তব্যই করলেন না নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। অথচ তিনিই ধর্মঘট ডাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

সপ্তাহিক ছুটি শেষে কর্মদিবসের প্রথম দিন আজ রবিবার সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হওয়া এ পরিবহন ধর্মঘটকে এরই মধ্যে ‘নৈরাজ্য’ উল্লেখ করে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ধর্মঘট শুরুর প্রায় ছয় ঘণ্টা পর দুপুরের পর সচিবালয়ের নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় নৌমন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা। ধর্মঘটের ব্যাপারে জানতে চাইলে পরিবহন শ্রমিকদের এই নেতা বলেন, ‘এ আন্দোলন সম্পর্কে আমি কিছুই জানি না। যে বিষয়ে কিছু জানা নেই, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

‘আপনি শ্রমিকদের কেন্দ্রীয় নেতা। আপনি চাইলে পরিবহন শ্রমিকরা আন্দোলন ছেড়ে কাজে যোগ দেবে। শ্রমিকদের আপনি এ ধরনের কোনো নির্দেশ দেবেন কি না—এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমি এ বিষয়ে এখন কোনো মন্তব্য করব না।’

এর পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে শাজাহান খান সব প্রশ্নই এড়িয়ে যান।

যদিও শ্রমিকরা যে আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন, সেই দাবি এখনই পূরণ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এই সরকারের হাতে যে সময় আছে, তাতে সড়ক পরিবহন আইনটি আর সংশোধনের কোনো সুযোগ নেই। শ্রমিক নেতারা আইনটি ভালোভাবে না পড়েই আন্দোলনে নেমেছেন।’

Related posts

বাজারে বাড়ছে চালের দাম | Rice prices are rising in the market |

Lutfur Mamun

প্রশ্নপত্র ফাঁসের কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক গ্রেফতার কুড়িগ্রামে ||

Lutfur Mamun

পুলিশ ইসির নির্দেশ শুনছে না : বিএনপি

Lutfur Mamun

Leave a Comment