সপ্তাহের রাশিফল -২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০১৮ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) যোগাযোগে দক্ষতা ভাগ্যোন্নয়ণের পথে সহায়তা করতে পারে। নতুন বন্ধুত্ব গড়ার পাশাপাশি পুরানোদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ পেতে পারেন। পরিবারের কোনো সদস্যের বিষয় চিন্তিত হতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) চলতি সপ্তাহে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ছোট ভাই বোনের বিষয়ে সজাগ দৃষ্টি ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজন হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনার মতামত প্রকাশের সুযোগ পেতে পারেন। বিশেষ কারও সঙ্গে যোগাযোগ কিংবা ভ্রমণে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন হতে পারে। বিক্রয় প্রতিনিধিরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সুযোগ পেতে পারেন। গৃহে অতিথি আসতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) কোনো কারণে মানসিক চঞ্চলতা বেড়ে যেতে পারে। বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আর্থিক দিক মন্দ যাবে না। পাওনা অর্থ আদায় হতে পারে। কারও সঙ্গে রেগে বাক্য বিনিময় করা থেকে বিরত থাকুন। স্বল্প দূরত্বে কোথাও যাওয়া হতে পারে। ছোট ভাইবোনের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। বিশেষ প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। সাময়িকভাবে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। আর্থিক সংকট এড়াতে চাইলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। গৃহে কারও আগমন হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়তে পারে। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। সাময়িকভাবে শরীর ও মন কম ভালো যেতে পারে। সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) কর্মস্থলে বিশেষ কোনো কাজে নেতৃত্বের সুযোগ পাবেন। প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। প্রিয়জনদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। কেউ কেউ পুরানো কোনো রোগে ভুগতে পারেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা পাবেন। জ্ঞানার্জনের পথে প্রাজ্ঞ কারও দিকনির্দেশনা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারও কারও বিদেশযাত্রা হতে পারে। পেশাক্ষেত্রে আপনার দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাবেন। বড় কোনো প্রকল্পে মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। সময় কিছুটা কম ভালো যেতে পারে। ভ্রমণ হতে পারে। শিক্ষা ও গবেষণায় সাফল্য পেতে পারেন। ভাগ্যোন্নয়ণে বিশেষ কারও সহযোগিতা আশা করতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) ব্যবসায়িক আলোচনা ফলপ্রসু হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। সাধ্যের অতিরিক্ত ঝুকি এড়িয়ে চলুন। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনা হতে পারে। গোপনসূত্রে কোনো তথ্য লাভ করতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ রয়েছে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) কর্মস্থলে দৈনন্দিন কাজে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। পেশাগত কাজে প্রয়োজনে সহকর্মীদর আন্তরিক সহযোগিতা পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে সাময়িকভাবে অসুস্থতায় ভুগতে হতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো করবেন। ব্যবসায়িক কিংবা অব্যবসায়িক বিষয়ে কারও সঙ্গে চুক্তি হতে পারে। প্রেম প্রণয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন বিষয়ে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জ্ঞানার্জনের প্রতি আগ্রহ বাড়বে। নতুন কোনো বিষয় শেখার সুযোগ পেতে পারেন। আপনার বুদ্ধি ও কৌশলের মাধ্যমে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। নব দম্পতির সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হোন। চুক্তিভিত্তিক কাজে প্রতারণা এড়াতে প্রয়োজনীয় প্রমাণ রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা মেইল পেতে পারেন। শিক্ষার্থীদের ব্যস্ততা বাড়বে। শিল্প ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তরা নতুন কোনো সুযোগ পেতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সাময়িক অসুস্থতায় ভুগতে হতে পারে। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে।