24.4 C
Dhaka
December 22, 2024
News

অবশেষে যুবরাজ সিং কে ₹১ কোটিতে কিনল মুম্বই

অবশেষে যুবরাজ সিং কে ₹১ কোটিতে কিনল মুম্বই

অবশেষে যুবরাজ সিং কে ১ কোটিতে কিনল মুম্বই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের ২০১৯ নিলামের প্রথমপর্ব পর্যন্ত তিনি ছিলেন অবিক্রিতই। কোনও দলই তাঁকে নিতে বিশেষ আগ্রহ দেখাননি। আইপিএল নিলামের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটারের জন্য তা নিঃসন্দেহে হতাশার। ভারতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিংকে নিলামের শেষ মুহূর্তে সেই হতাশা কাটিয়ে আরও একবার নিজেকে প্রমাণের একটা সুযোগ করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ₹১ কোটিতে তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

অবশেষে যুবরাজ সিং কে  ₹১ কোটিতে কিনল মুম্বই
      অবশেষে যুবরাজ সিং কে ₹১ কোটিতে কিনল মুম্বই

৩৭ বছরের যুবরাজ সিং গত আইপিএলে ছিলেন কিংস XI পঞ্জাবে। গত নভেম্বরে ₹২ কোটির যুবরাজকে ছেড়ে দেয় পঞ্জাব। এ বার নিলামের প্রথম রাউন্ড অবধি কোনও দল পাননি আইপিএলের ইতিহাসে একটা সময় সর্বোচ্চ দর ₹১৬ কোটিতে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। ১০১৫-য় তাঁকে ₹১৬ কোটি দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তার আগের আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে নিয়েছিল ১৪ কোটি দিয়ে। ২০১৬-য় সানরাইজ হায়দরাবাদে যুবির দর নেমে আসে ₹৭ কোটিতে। এবার নেমে আসে এক কোটিতে।

Related posts

Football News Argentina to Colombia , আর্জেন্টিনা টু কলম্বিয়া,2024

Lutfur Mamun

News headline about the Corona virus || বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম || 2020 |

Lutfur Mamun

আলেয়া খাতুন নিখোঁজ | Alaya Khatun disappeared |

Lutfur Mamun

Leave a Comment