অভিনেত্রী মৌসুমী যে কারণে ভোট দিতে পারছেন না
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনের দিন তার মন খারাপ হয়ে গেল ভোট দিতে পারলেন না বলে।
প্রতিবারই ভোটের দিন আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যান প্রিয়দর্শিনী এই নায়িকা। কিন্তু আজ (রোববার) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।
ওমর সানী জানান, মৌসুমী কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি।
সানী বলেন, ‘আমরা সবসময় দুজন একসঙ্গে ভোট দিতে যাই। উত্তরার ভোটার আমরা। দুর্ভাগ্যবশত আজ আমাকে একাই ভোট দিতে হলো। মৌসুমীর জ্বর। গতকাল থেকে জ্বর আরও বেড়েছে। আজ মাথা তুলে দাঁড়াতে পারছে না।’
ওমর সানী বলেন, ‘জ্বরের কারণে ভোট দিতে পারেনি বলে মৌসুমীর মন খারাপ। সবাই ওর জন্য দোয়া করবেন।’