24.4 C
Dhaka
December 22, 2024
News

আটজনের মনোনয়ন বাতিল থাকছে

আটজনের মনোনয়ন বাতিল থাকছে

আটজনের মনোনয়ন বাতিল থাকছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র এক প্রার্থীর প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচনে প্রার্থিতার অভিযোগে, তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোমবার আট উপজেলা চেয়ারম্যানের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি নুরুজ্জামান এ আদেশ দেন।
ফলে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আট উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হওয়ার সুযোগ আর থাকছে না। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
আদালতে প্রার্থিতা হারানো বিএনপির প্রার্থীরা হলেন- জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক ও ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন।
এ ছাড়া, ময়মনসিংহ-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমনের মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিট আবেদনের শুনানি শেষে বিএনপির ১৬ জন প্রার্থীর প্রার্থিতা স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। ঋণখেলাপি ও উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করায় হাইকোর্ট তাদের প্রার্থিতা স্থগিত করে রুল জারি করেছিলেন।
পরে গত ২৩ ডিসেম্বর এই প্রার্থীরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে পৃথক পৃথক আবেদন জানান। ওই আবেদনের শুনানি শেষে আজ চেম্বার আদালত তাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর ফলে তাদের আর নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।

সূত্র :ONE News BD

Related posts

রোহিঙ্গা প্রত্যাবর্তন হলো না দুই মাসের মধ্যে| Returning to Rohingya is not within two months |

Lutfur Mamun

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর ৩৯৯৮টি টহল পরিচালনা

Lutfur Mamun

Happy New Year 2018 Dhaka University | বাংলাদেশে ইংরেজি নববর্ষ পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮ |

Lutfur Mamun

Leave a Comment