24.4 C
Dhaka
May 9, 2025
News

ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি

ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি

ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেন এ দাবি জানান।
তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশনকে বলছি, এ নির্বাচন বাতিল করা হোক। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সোমবার (৩১ ডিসেম্বর) আমাদের করণীয় নিয়ে বসবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আন্দোলন অব্যাহত থাকবে। কাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। এটি নির্বাচন নয় প্রহসন।
তিনি বলেন, অনেকে বলেছে ২০১৪ সালে আমরা নির্বাচনে না গিয়ে ভুল করেছিলাম। এ নির্বাচন প্রমাণ করছে, ২০১৪ সালে নির্বাচনে না যাওয়াটা সঠিক ছিল। এ দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র :surmatimes

Related posts

আপনি দেখছেন সমকাল পত্রিকার সংবাদ || News paper Samakal 13 Fabruary 2020 ||

Lutfur Mamun

Happy New Year 2018 Dhaka University | বাংলাদেশে ইংরেজি নববর্ষ পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮ |

Lutfur Mamun

Rangpur City Election | রংপুর সিটি নির্বাচন |

Lutfur Mamun

Leave a Comment