24.4 C
Dhaka
April 18, 2025
News

কাদের সিদ্দিকী – বলেন এবার ধানের শীষে ভোটের বন্যা হবে

কাদের সিদ্দিকী - বলেন এবার ধানের শীষে ভোটের বন্যা হবে

কাদের সিদ্দিকী – বলেন এবার ধানের শীষে ভোটের বন্যা হবে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের বন্যা হবে দাবি করে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘শুনছি আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর ভোট চুরি করবে, আওয়ামী লীগের কোমরে এত জোর নেই যে ধানের শীষের ভোট চুরি করতে পারবে।’

বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ে ঐক্যফ্রন্ট আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, ‘মানুষের ভোটে জেতা যে কত সম্মানের তা ভোট চুরি করে যারা জিততে চায় তারা বুঝবে না। মানুষের ভোটে হারাও অনেক সম্মানের।’

‘এবারের নির্বাচনে পুলিশ নিজেদের যে বদনাম করেছে তা এক হাজার বছরেরও ঘোচাতে পারবে না’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আগে পুলিশ চোর ধরতো, এখন চোর পুলিশ ধরবে।’

সভায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী ধানের শীষের ভোট প্রার্থনা করে বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দিন ৩০ ডিসেম্বর। তাই সখীপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন। আমি ভয় পাই না আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন।’

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতিক), মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শেখ মোহাম্মদ শফী শাওন, আ. হক আল আজাদ, নাসির উদ্দিন আহমেদ, মীর আবুল হাশেম আজাদ প্রমুখ।

সূএ – আরিফ উর রহমান টগর (jagonews24)

Related posts

‘আমরা রোহিঙ্গা, আমরা ভালো নেই’

admin

News headline in Bangla 11 Fabruary 2020 || আপনি দেখছেন বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম ||

Lutfur Mamun

ঘূর্ণিঝড় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপে পরিণত হলো বইছে ঝড়ো হাওয়া ||

Lutfur Mamun

Leave a Comment