24.4 C
Dhaka
May 14, 2025
News

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে অনেক অনেক ছোট একটি টিপস শেয়ার করবো । আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নেটবুক , ল্যাপটপ কিনি বা অনেকেই মনে মনে ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ,নেটবুক কিনব কিন্তু একটু সমস্যা হল এটা কতদিনের পুরাতন টা জানাটা একটু দরকার ।তাই যারা এগুলোর বয়স জানাটা একটু জরুরি মনে করেন তার জন্যই এই পোস্ট । কারন যে বিক্রি করবে সে সঠিক তারিখ নাও বলতে পারে । তাই আজ থেকে যেনে নিন কিভাবে একটি কম্পিউটার এর বয়স বের করা যাই তবে যারা যানেন তাদের জন্য আজকের পোস্ট নই। জানলে ভালো না জানলে যেনে নিন ।তো কথা বাড়িয়ে লাভ নাই কাজের কথাই আশি ।

নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুন

১. প্রথমে স্টার্ট মেনু তে যান ।

২. সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন ।

৩. সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন ।

৪. তারপর সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন ।

৫. তারপর দেখেন মজা আপনার কম্পিউটার এর বয়স বের হয়ে আসবে ।

Related posts

চরমোনাই পীর সাহেব : আওয়ামী লীগে ক্ষমতা হারানোর ভয়ে কাতর

Lutfur Mamun

অভিনেত্রী ৮জন সম্মাননা পাচ্ছেন || The actress is getting 8 awards ||

Lutfur Mamun

করোনা ভাইরাস অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম | Corona Virus Online is the news headline | COVID-19 |

Lutfur Mamun

Leave a Comment