24.4 C
Dhaka
December 22, 2024
News

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে অনেক অনেক ছোট একটি টিপস শেয়ার করবো । আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নেটবুক , ল্যাপটপ কিনি বা অনেকেই মনে মনে ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ,নেটবুক কিনব কিন্তু একটু সমস্যা হল এটা কতদিনের পুরাতন টা জানাটা একটু দরকার ।তাই যারা এগুলোর বয়স জানাটা একটু জরুরি মনে করেন তার জন্যই এই পোস্ট । কারন যে বিক্রি করবে সে সঠিক তারিখ নাও বলতে পারে । তাই আজ থেকে যেনে নিন কিভাবে একটি কম্পিউটার এর বয়স বের করা যাই তবে যারা যানেন তাদের জন্য আজকের পোস্ট নই। জানলে ভালো না জানলে যেনে নিন ।তো কথা বাড়িয়ে লাভ নাই কাজের কথাই আশি ।

নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুন

১. প্রথমে স্টার্ট মেনু তে যান ।

২. সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন ।

৩. সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন ।

৪. তারপর সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন ।

৫. তারপর দেখেন মজা আপনার কম্পিউটার এর বয়স বের হয়ে আসবে ।

Related posts

Novel Coronavirus Live Updates and Latest News || নভেল করোনাভাইরাস লাইভ আপডেট ও সর্বশেষ খবর । ২০২০

Lutfur Mamun

এবার রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী | Bangladesh Army beside the Rohingyas |

Lutfur Mamun

সিএনজি চালক গাইলো দুঃখরে গান | CNG driver Guilo sadale song |

Lutfur Mamun

Leave a Comment