ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ
ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ। আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ৪-১ গোলে জেতে স্পেনের ক্লাবটি।
সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে হারিয়ে একই সঙ্গে সর্বোচ্চ চারবার এই শিরোপা জয়ের রেকর্ড গড়ে ফেললো ক্লাবটি। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে যৌথভাবে তিনবার করে শিরোপা জয়ে ভাগাভাগি করে আসছিল রিয়াল।
ম্যাচের ১৪ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর দ্বিতীয় গোলের জন্য তাদের ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোলটি করেন মার্কোস লরেন্তে। ৭৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস।
৮৬তম মিনিটে হেডে ব্যবধান কমান জাপানিজ ডিফেন্ডার শিওতানি। তবে রিয়ালের জয়ের পথে তা কোনো বাধা হতে পারেনি। এরপর যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইয়াহিয়া নাদের।
এদিকে, দলের রেকর্ড সাফল্যের পথে ব্যক্তিগত এক রেকর্ড হয়েছে টনি ক্রুসের। প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচবার ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন জার্মান এই মিডফিল্ডার। রিয়ালের হয়ে চারবার জেতার আগে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে একবার জিতেছিলেন তিনি।
সূত্র :বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত