24.4 C
Dhaka
December 18, 2024
News

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেনের এ জরুরি সংবাদ সম্মেলন আজ সন্ধ্যা ৬টায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জানিয়েছেন, সন্ধ্যায় সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যায় বেইলি রোডে ড. কামালের বাসভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হবে। এরপর ফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসছেন বলেও জানান তিনি।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে সংবিধান অনুসারে জনগণ সব ক্ষমতার মালিক উল্লেখ করে ড. কামাল বলেন, আমি, আপনারা, আমরা সবাই রাষ্ট্রের মালিক। এই মালিকানা ভোটের মাধ্যমে প্রয়োগ করা যায়। ৩০০ এলাকায় জনগণের দায়িত্ব নিতে প্রার্থীরা ভোটে দাঁড়ায়। অনেক ঝড়-তুফানের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক ধারা বজায় রেখেছি। তবে এই মালিকানা আমরা ধরে রাখতে পারছি কি-না তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ প্রমুখ।

Related posts

আজ (২২ ডিসেম্বর) বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন।

Lutfur Mamun

আসছে সাবমেরিন ক্যাবল বাংলাদেশ | Submarine cable coming to Bangladesh | HD-AwaaZ-Tv

admin

যুক্তরাষ্ট্রের গুড 91 আবার আইএসের হামলা | US Good 91 again attacks IS |

Lutfur Mamun

Leave a Comment