24.4 C
Dhaka
May 14, 2025
News

নায়ক রিয়াজ : ফারুক ভাই জিতলে শেখ হাসিনার জয় হবে

নায়ক রিয়াজ : ফারুক ভাই জিতলে শেখ হাসিনার জয় হবে

নায়ক রিয়াজ : ফারুক ভাই জিতলে শেখ হাসিনার জয় হবে

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুক। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু করেছেন তিনি। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) তার জন্য প্রচারণায় অংশ নেন চলচ্চিত্রসহ নানা অঙ্গনের তারকারা। সেখানে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক সড়কে প্রচারণার সময় রিয়াজ বলেন, ‘ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আমাদের প্রাণের মানুষ ফারুক ভাই। তার জন্য ভোট চাই। ফারুক ভাই জিতলে বঙ্গবন্ধু শেখ হাসিনার নৌকার জয় হবে।
তিনি আরও বলেন, ‘দেশে শান্তি বজায় রাখতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করতে হবে। ৩০ তারিখে সবাই নৌকায় ভোট দিন। অনেক ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার বিপক্ষে এখনো সক্রিয় যারা তাদের ক্ষমতায় আনার চেষ্টা চলছে। দেশের ১৮ কোটি মানুষ ভোটের রায়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ।’
তারকা হয়েও কেন প্রকাশ্যে নৌকার প্রচারণায় নেমেছেন এমন প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাল ধরেছিলেন। সে দল নিয়ে তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমি তাই এই দলের পক্ষে। আজীবন নৌকার পক্ষে থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছেন। আমি যতদিন বাঁচবো এই দলের পক্ষে কাজ করে যাবো।’

ফারুকের প্রচারণায় আরও অংশ নেন ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, ড্যানি সিডাক, এস ডি রুবেল, অঞ্জনা, শাবনাজ, নিপূণ, মাহিয়া মাহি, সুইটি, রত্নাসহ আরও অনেকেই।

সূত্র : jagonews24

 

Related posts

৩৭ রানে ১০ উইকেটও যখন কিছুই না

admin

News headline in Bangla 02 Fabruary 2020 || আপনি দেখছেন বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম ||

Lutfur Mamun

সোনার দাম একদিনে বাড়লো ৩৬ ডলার ||

Lutfur Mamun

Leave a Comment