24.4 C
Dhaka
May 14, 2025
News

নির্বাচনের প্রস্তুতি চমৎকার : আইজিপি

নির্বাচনের প্রস্তুতি চমৎকার : আইজিপি

নির্বাচনের প্রস্তুতি চমৎকার : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে সর্বোত্তম ও চমৎকার।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করার পর তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক নিয়মিত সাক্ষাৎ উল্লেখ করে আইজিপি বলেন, ‘মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। আমাদের সর্বশেষ অবস্থা-পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা কমিশনের সঙ্গে শেয়ার করেছি।’

পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ অবাস্তব বলে জানান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও অভিযোগের বিষয়ে আমাদের কিছু করার নেই।’

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি আইজিপি।

পুলিশের প্রতিনিধি দলে আরও ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

Related posts

আবার শরীয়তপুরে পদ্মায় ডুবল তিন লঞ্চ |Dual three launch in Padma again in Shariatpur | AwaaZ MamuN

admin

যারা গানের ‘গ’-ও বোঝে না, তারাই সমালোচনা করছে

admin

ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ

Lutfur Mamun

Leave a Comment