24.4 C
Dhaka
April 18, 2025
News

পুলিশ ইসির নির্দেশ শুনছে না : বিএনপি

পুলিশ ইসির নির্দেশ শুনছে না : বিএনপি

পুলিশ ইসির নির্দেশ শুনছে না : বিএনপি

নেতাকর্মীদের ধরপাকড় ও মারধরের অভিযোগ নিয়ে নিয়মিত নির্বাচন কমিশনে যাওয়া বিএনপি নেতারা বলছেন, পুলিশের এখন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার কথা থাকলেও তারা ‘তা করছে না’।
সে কারণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখনই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে নিজেদের অভিযোগ তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন।দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সমানতালে পুলিশ ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার ঢাকাসহ দেশের অন্তত ছয়টি নির্বাচনী এলাকায় বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি।সেই সঙ্গে হয়রানি বন্ধে আবারও কমিশনে চিঠি দিয়েছে দলটি।

সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে নিজেদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন।

নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির স্ত্রীর ওপর হামলা এবং হবিগঞ্জ- ৮ আসন, চট্টগ্রাম-৯ আসন ও ময়মনসিংহে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

পুলিশ ইসির নির্দেশ শুনছে না : বিএনপি
            পুলিশ ইসির নির্দেশ শুনছে না : বিএনপি

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের পর সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনারদের সঙ্গেই আমরা দেখা করতে এসেছিলাম। কিন্তু তারা না থাকায় ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি। সচিব জানিয়েছেন, আমাদের অভিযোগগুলো কমিশনের কাছে তোলা হয়, কমিশন আলোচনা করে ব্যবস্থা নেয়।”

এখনই ভোটের মাঠে সেনা মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা বলেছি, পুলিশ তো কমিশনের কথা শুনছে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা পাপেট। তাই এই মূহূর্তে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। “

বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনের আর মাত্র ১৩ দিন থাকলেও ঢাকায় এখনো তাদের কোনো প্রার্থী ‘প্রচারে নামতে পারেননি’।

“পুলিশ যেন প্রতিপক্ষ, তারা আমাদের মাঠে থাকতে দিচ্ছে না। ২০১৪ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে সরকার।”

সেলিমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, আতাউর রহমান ঢালি ছিলেন।

সোনাইমুড়ির ওসিকে প্রত্যাহারের দাবি

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।

খোকনের ছেলে সাকিব বিকালে মাহবুব প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে এই দাবি জানান।

লিখিত আবেদনে তিনি বলেছেন, “ওসির নির্দেশে পুলিশের গুলিতে বিএনপি প্রার্থীসহ ৪০ নেতাকর্মী আহত হয়েছে। এজন্য ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।”

Related posts

BD News headline in Bangla 28 Fabruary 2020 ||আপনি দেখছেন বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম ||

Lutfur Mamun

আজকের পত্রিকার শিরোনাম || মঙ্গলবার , ১৬ জুন ২০২০

Lutfur Mamun

শ্রীমঙ্গলে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ ||

Lutfur Mamun

Leave a Comment