24.4 C
Dhaka
May 14, 2025
News

রাজনীতি ও সরকারি কর্মকর্তাদের শুভেচ্ছা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

রাজনীতি ও সরকারি কর্মকর্তাদের শুভেচ্ছা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

রাজনীতি ও সরকারি কর্মকর্তাদের শুভেচ্ছা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে রাজনৈতিক নেতা, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা গণভবনে এসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গণভবনে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, কার্যালয় সচিব, প্রেস সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বর্ডার গার্ডের মহাপরিচালক প্রমুখ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, “ক্ষমতা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বিষয় নয়। জনগণের জন্য কাজ করা আমার জন্য একটা সুযোগ। আমার পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করে যেতে চাই।”

প্রধানমন্ত্রী সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভোটের জয়কে বিজয়ের মাসে আরেকটি ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেন।
এ বিজয়ের ফলে সরকারের সামনের পাঁচ বছরে বাংলাদেশে ‘অনেক বেশি বিদেশি বিনিয়োগ আসবে’ বলেও জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

রোববার অনুষ্ঠিত ভোটের ফলাফলে নৌকার এই অভাবনীয় জয়ের বিপরীতে ভরাডুবি হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে আসা বিএনপির।

ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২৫৯টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সবমিলিয়ে মাত্র ৭টি আসনে জয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা; তাদের চেয়ে বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টি ২০টি।

এই জয়ের পর টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

সূএ- বিডিনিউজ টোয়েন্টিফোর

Related posts

রোহিঙ্গা নারীদের জন্মনিয়ন্ত্রণ বলতে কিছু নেই |Rohingya women do not have birth control |

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর সোমবার , ১১ মে ২০২০ , ২৮ বৈশাখ ,১৭ রমজান

Lutfur Mamun

এবার বরখাস্ত হলেন মুসলিম মার্কিন তরুণী স্কুলে হিজাব পরায়

Lutfur Mamun

Leave a Comment