24.4 C
Dhaka
September 23, 2024
News

” রাজু আহমেদ ভালোবাসার গল্প “

রাজু আহমেদ ভালোবাসার গল্প

রাজু আহমেদ ভালোবাসার গল্প

 রাজু আহমেদ সম্প্রতি তার ভালোবাসার একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ইচ্ছাকৃত লাগানো রঙ সে টিস্যু দিয়ে পরিষ্কার করছিল বিষয়টি দেখতে পেয়ে সন্দেহবশত গাজীপুর ছাত্রলীগের সহসভাপতি মেহেদী সরকার ভিডিও করে রাজুকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু রাজু জানায়, তিনি টিস্যু দিয়ে নেত্রীর বিকৃত ছবি পরিষ্কার করছিল এতে মেহেদী বিব্রত হয়; নিজের ভুল বুঝতে পারে পরে সে ফেসবুকে ভিডিওটি আপলোড করে এক ওয়াল, দুই ওয়াল ঘুরে ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি সাজানো কি না তা তদন্ত শুরু হয় তখন বেরিয়ে আসে চরম বাস্তবতায় আর ভালোবাসার এক গল্পের ইতিহাস

রাজু আহমেদ ভালোবাসার গল্প
রাজু আহমেদ ভালোবাসার গল্প

রাজুর বাবা পেশায় একজন চা বিক্রেতা মানুষের সহযোগিতায় সে লেখাপড়া করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ পায় এরপর উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটিতে ভর্তি হয় রাজুর পরিবারের কথা শুনে বিশ্ববিদ্যালয়টি বিনা বেতনে পড়ার সুযোগ দেয় সেই সুযোগ কাজে লাগিয়ে সে চাকরি খুঁজতে থাকে কিন্তু চাকরি আর হয় না

গতমাসে আয়কর মেলা উপলক্ষে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে প্লাক্যার্ড ফেস্টুন লাগানো হয় যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবির মুখে ইচ্ছেকৃতভাবে লাল রঙ লাগিয়ে দেয়া হয় রাজু সেটি দেখে আপনমনে রঙ মুছতে থাকে এরপর তৈরি হয় ইতিহাস

ফেসবুকের কল্যাণে তরুণদের কাছে রাজু আহমেদ এখন পরিচিত নাম বন্ধুরা অনেকেই এখন তার সাথে ছবি তুলতে গর্ববোধ করে গত ১৪ ডিসেম্বর গণভবনে ইশতেহার কমিটির বৈঠক শেষে ইশতিহার কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু প্রধানমন্ত্রীকে রাজুর ভালোবাসার ভিডিও দেখান প্রধানমন্ত্রী দেখে অবাক হন এবং রাজুর সাথে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেন

সেদিন রাতে ইশতেহার টিমের এক সদস্য এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেন ফেসবুকে যুবকটির সন্ধান চাই সংক্রান্ত পোস্ট দেন সেই সাংবাদিকের বন্ধু গাজীপুরের একটি গার্মেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজুর সন্ধান দেন এরপর রাজুর সাথে যোগাযোগ করে তাকে ঢাকায় আসতে বলেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

 সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ পান রাজু আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী সেদিনের ঘটনা শুনে বিস্মিত হন তার পরিবারের খোঁজখবর নেন এরপর রাজুকে ফারমার্স ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেন

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত রাজু তিনি মমতাময়ী প্রধানমন্ত্রীর ভালোবাসায় বিস্মিত তিনি জানান, এদেশের তরুণদের মনের কথা বুঝতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের পক্ষে নৌকায় ভোট চেয়েছেন

সূত্র :জাগো নিউজ ডেস্ক

Related posts

Cricket World Cup Match Highlights ICC Bangladesh New Zealand || বিশ্বকাপের বাংলাদেশ নিউজিল্যান্ড |

Lutfur Mamun

চরমোনাই পীর সাহেব : আওয়ামী লীগে ক্ষমতা হারানোর ভয়ে কাতর

Lutfur Mamun

News headline in Bangla 10 Fabruary 2020 || আপনি দেখছেন বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম ||

Lutfur Mamun

Leave a Comment