24.4 C
Dhaka
December 22, 2024
News

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা কুমিল্লা-২ আসন

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা কুমিল্লা-২ আসন

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা কুমিল্লা-২ আসন

আসনের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। হামলায় তিনি ছাড়াও ইমরান ও ফরিদ নামে তার দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে হোমনা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত স্বতন্ত্র প্রার্থী রবিউল জানান, মঙ্গলবার দুপুরে হোমনা বাসস্ট্যান্ড এলাকায় সিংহ প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন তার কর্মীরা। এ সময় একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রচার মাইক ও অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি (রবিউল) নিজেও। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকৎসা দেয়।

রবিউল ইসলাম বলেন, বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।

সন্ধ্যায় অভিযোগের বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আজগর আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

Related posts

প্রথম জয়ের দেখা কুমিল্লার বরিশালকে হারিয়ে ||

Lutfur Mamun

করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ৩ ঘন্টায় রোগী সুস্থ || Coroner vaccine was discovered || 2020 ||

Lutfur Mamun

রাষ্ট্রপতি বলেন দলমত নির্বিশেষে সবাই ভোট দিন

Lutfur Mamun

Leave a Comment