24.4 C
Dhaka
May 14, 2025
Bangladesh Sports

অর্থমন্ত্রী আফ্রিদিকে জড়িয়ে ধরলেন

অর্থমন্ত্রী আফ্রিদিকে জড়িয়ে ধরলেন

অর্থমন্ত্রী আফ্রিদিকে জড়িয়ে ধরলেন

বিপিএলে দ্বিতীয় বারের মতো শিরোপা পেল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার রাতে মেয়ের দলের খেলা দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন অর্থমন্ত্রী।

ফাইনাল খেলা হওয়ায় শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ডায়নামাইটসের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিশাল সংগ্রহ টপকাতে পারেনি তারা। তাই দারুণ জয়ে শিরোপা জয়ের উল্লাস করে তামিম-ইমরুলরা।

সেইসঙ্গে গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরা।

এসময় ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন মুস্তফা কামাল। তামিম-ইমরুলদের বিজয় উল্লাসে তিনিও শরিক হন।

এসময় পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরেন অর্থমন্ত্রী।

খেলার মাঠে আফ্রিকে জড়িয়ে ধরার ছবিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও স্পিন আর বিধ্বংসী ব্যাটিং দিয়ে এখনও টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়া আফ্রিদি বিপিএলের প্রতিটি আসরেই অংশ নিয়েছেন।

বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেললেও এবার কুমিল্লার হয়ে খেলেন।

চতুর্থ আসরে খেলেছিলেন রংপুর রাইডার্সের জার্সি গায়ে। তার আগে ২০১৫ সালে তৃতীয় আসরে খেলেন সিলেট সিক্সার্সের হয়ে।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে তিনি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে।

প্রসঙ্গত, বিপিএলে কুমিল্লার এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৫ সালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল তারা। দুই মৌসুম পর আবার শিরোপা জিতেছে তারা।

Related posts

জনপ্রিয় বিদেশি সিরিয়াল ‘হারকিউলিস’ টিভি পর্দায় ফের প্রচারিত হতে যাচ্ছে

Lutfur Mamun

#করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || বুধবার, ২৮ জুলাই ২০২১,১৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

বাড়ল রান্নার গ্যাসের দাম,ভোটের মুখে গৃহস্থের ঘরে আগুন

Lutfur Mamun

Leave a Comment