24.4 C
Dhaka
December 23, 2024
Bangladesh

আগামী মার্চে তদন্তে নামবে আইসিসি রোহিঙ্গা নিধন

আগামী মার্চে তদন্তে নামবে আইসিসি রোহিঙ্গা নিধন

আগামী মার্চে তদন্তে নামবে আইসিসি রোহিঙ্গা নিধন

জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের ওপর সংগঠিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মামলায় ‘প্রিলিমিনারি এক্সামিনেশন’ (প্রাথমিক তদন্ত) করতে আগামী মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

শুক্রবার (১৫ই ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ফাউতো বেনসুদা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেনসুদার বৈঠকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যা এবং জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংগঠিত অপরাধ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

শহীদুল হক সাংবাদিকদের বলেন, মার্চের প্রথম দিকে আইসিসি’র একটি টিম বাংলাদেশে আসবে, প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য। এটি করে তারা মামলাটি প্রতিষ্ঠিত করতে চান।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী তাদের এ আগমনকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছেন। সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।

শহীদুল হক বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নৃশংস অপরাধ (Atrocity Crime) সংগঠিত হয়েছে। এটি নিয়ে তারা কেস প্রসিডিং শুরু করেছেন। এক্ষেত্রে আগে প্রমাণ সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের প্রাথমিক পদক্ষেপ হিসেবে মার্চের প্রথম দিকে আইসিসি’র সাত/আটজনের একটি টিম বাংলাদেশ সফর করবে।

আইসিসি’র টিম বাংলাদেশে আসার বিষয়ে বাংলাদেশ সম্মতি দিয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

বৈঠকে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার বিচারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে বেনসুদা বলেন, এ বিষয়টি জানি এবং অপরাধীদের বিচার হওয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেদারল্যান্ডস এর হেগ এ অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শনের আমন্ত্রণ জানান বেনসুদা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেনসুদাকে বাংলাদেশ আসার আমন্ত্রণ জানান।

Related posts

অর্থমন্ত্রী আফ্রিদিকে জড়িয়ে ধরলেন

Lutfur Mamun

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১,৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

নুসরাত হত্যায় ব্যবহৃত বোরকা উদ্ধার

Lutfur Mamun

Leave a Comment