24.4 C
Dhaka
May 14, 2025
International Media

আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে

আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে

আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে

রণবীর কাপুরের সঙ্গে সিনেমা দেখা, ফূর্তি করা, এক সিনেমায় কাজ করা পর্যন্ত ঠিক আছে। বাকি বিয়ের কথা পরে দেখা যাবে। আলিয়া সাধারণত এরকম উত্তর দেন না। তাঁর কাছে এরকম উত্তর পেয়ে একটু হতাশই সকলে। তবে তাঁদের বিয়ের ছবি দেখতে খুবই উৎসুক ভক্তরা।
রণবীর কাপুরের সঙ্গে সিনেমা দেখা, ফূর্তি করা, এক সিনেমায় কাজ করা পর্যন্ত ঠিক আছে।
বাকি বিয়ের কথা পরে দেখা যাবে।

*আলিয়া সাধারণত এরকম উত্তর দেন না।
*তাঁর কাছে এরকম উত্তর পেয়ে একটু হতাশই সকলে।
*তবে তাঁদের বিয়ের ছবি দেখতে খুবই উৎসুক ভক্তরা।

আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে
আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে

খুব শীঘ্রই বিয়ের হাওয়া গায়ে লাগতে চলেছে আলিয়া-রণবীরের! অন্তত বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এমনিও তাঁদের সম্পর্ক কখন কোথায় কীভাবে বাঁক নিচ্ছে তা বোঝা দায়। যেমন কদিন আগেই শোনা যাচ্ছিল তলানিতে গিয়ে ঠেকেছে তাঁদের প্রেম। কিন্তু তারপরই কখনও আইসক্রিম খেতে, কখনও আবার সিনেমা দেখতে-দিব্য সকলকে কাঁচকলা দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। বিয়ে কবে করছেন এই প্রশ্নের উত্তর দিতে দিতে আলিয়া ক্লান্ত।

এই মুহূর্তে আলিয়া-রণবীর দুজনেই ব্যস্ত ব্রম্ভাস্ত্রের শ্যুটিংয়ে। এছাড়াও সামনেই মুক্তি গুল্লি বয়-এর। যেকানে রণবীর সিং-এর বিপরীতে কাজ করেছেন আলিয়া। সেই ছবির প্রমোশনে এসে আলিয়াকে বিয়ে নিয়ে প্রশ্ন করায় তিনি বললেন, কয়েকদিন আগেই দুখানা গ্র্যান্ড বিয়ে দেখেছে বলিউড। তাই আপাতত তাঁরা একটা ব্রেক নিতে চান। রণবীর কাপুরের সঙ্গে সিনেমা দেখা, ফূর্তি করা, এক সিনেমায় কাজ করা পর্যন্ত ঠিক আছে। বাকি বিয়ের কথা পরে দেখা যাবে। আলিয়া সাধারণত এরকম উত্তর দেন না। তাঁর কাছে এরকম উত্তর পেয়ে একটু হতাশই সকলে। তবে তাঁদের বিয়ের ছবি দেখতে খুবই উৎসুক ভক্তরা।

সোনম কাপুরের বিয়েতে প্রথম দেখা যায় রণবীর-আলিয়াকে। নিউ ইয়ার পার্টিতেও কাপুর পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল আলিয়াকে।

Related posts

ভারতে ৯২ জন নিহত ভেজাল মদ খেয়ে

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

Lutfur Mamun

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা ঢাকা ও চট্টগ্রামে লাখ লাখ মানুষের শোভাযাত্রা ||

Lutfur Mamun

Leave a Comment