আল্লেগ্রি – মাদ্রিদে অবশ্যই গোল করতে হবে
আতলেতিকো মাদ্রিদকে নিয়ে চিন্তিত ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির একান্ত চাওয়া তার দল যেন প্রতিপক্ষের মাঠে অবশ্যই গোল করে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে খেলতে নামবে ইউভেন্তুস। এ ম্যাচ সামনে রেখে শিষ্যদের অ্যাওয়ে গোলের গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন আল্লেগ্রি।
“এটা উন্মুক্ত একটা ম্যাচ। তাদের যতটা এগিয়ে যাওয়ার সুযোগ আছে, আমাদেরও ততটাই আছে।”
“প্রথম যে কাজটি মাদ্রিদে আমাদের অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে গোল। মাদ্রিদে গোল করাটা আমাদের জন্য পরের ধাপে যাওয়ার ক্ষেত্রে নির্ণায়ক হবে।”
নিজেদের মাঠে খেলতে নামা আতলেতিকোকে সমীহ করতেও ভোলেননি আল্লেগ্রি।
“দল ভালো অবস্থায় আছে। খুবই শক্তিনির্ভর ফুটবল খেলা একটা দলের বিপক্ষে এটা দুই লেগের লড়াই। নিজেদের মাঠে যখন আতলেতিকো খেলে, তখন তারা খুবই আগ্রাসী ফুটবল খেলে। দলটি ইউরোপে আগের বছরগুলোতে দারুণ ফল পেয়েছে।