ইন্টারনেট কাপাচ্ছে ভাইরাল ভিডিয়ো স্যুইমিং পুলে সানি লিওন
বলিউডে নিজের জায়গা পাকা করে এবার দক্ষিণী ফিল্মি দুনিয়ায় পা রাখছেন সানি লিওনি। শুরু মালয়ালম ছবি ‘রঙ্গিলা’ দিয়ে। গোয়াতে চলছে যার শ্যুটিং। দক্ষিণী ছবিতে কাজ করার উত্তেজনা সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিয়ো শেয়ারের মাধ্যমে দেখাচ্ছেন সানি।
তাঁর ছবির শ্যুটিংয়ের সেটের এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। মন জয় করে নিয়েছে নেটিজেনদের। সহ অভিনেতা ও মেক আপ টিমের সঙ্গেই সম্প্রতি মজা করছিলেন সানি। তবে তা করতে গিয়ে তার সঙ্গে যা ঘটল, সেটাই ভাইরাল ইনস্টাগ্রাম জুড়ে।
স্যুইমিং পুলের পাশে চলছিল গান বাজিয়ে ‘মস্তি-মুড’। সবই রেকর্ড হচ্ছিল সামনের এক ক্যামেরায়। হঠাৎই মেকআপ টিমের এক সদস্যকে ধাক্কা দিয়ে স্যুইমিং পুলে ফেলে দেন সানি।
তবে বুঝতে পারেননি, যে তাঁর কপালেও একই জিনিস অপেক্ষা করছিল। ধাক্কা খেয়ে স্যুইমিং পুলে পড়ে যান সানি লিওনি।
মজার এই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। দ্রুত শেয়ার ও লাইকের বন্য বইতে শুরু করে। আপনিও দেখুন,