24.4 C
Dhaka
December 17, 2024
International

ইমরান খানের প্রতিকৃতি ভারতের ক্রিকেট ক্লাব থেকে নামিয়ে ফেলা হলো

ইমরান খানের প্রতিকৃতি ভারতের ক্রিকেট ক্লাব থেকে নামিয়ে ফেলা হলো

ইমরান খানের প্রতিকৃতি ভারতের ক্রিকেট ক্লাব থেকে নামিয়ে ফেলা হলো

জম্মু-কাশ্মীরে হামলায় সিআরপিএফ জওয়ানদের প্রাণহানির ঘটনায় ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাজ করছে ইতিহাসের সবচেয়ে শীতল সম্পর্ক। যার রেশ ছড়িয়ে পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও।

ক্রিকেটে ভারত-পাকিস্তানের সম্পর্ক অনেকটা দিন ধরেই শীতল। তারপরও খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা ছিল দুই পক্ষেরই। সেটা আর হচ্ছে না। নতুন করে এই হামলার ঘটনায় প্রতিবাদস্বরূপ পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিকৃতি নামিয়ে ফেলেছে মুম্বাইয়ের ভারতীয় ক্রিকেট ক্লাব (সিসিআই)।

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা। হামলায় নিহত হন ৪০ জওয়ান। আহত হয়েছেন আরো ৪১ জন। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

ভয়াবহ এই হামলায় ক্ষোভে ফুঁসছে ভারতের ক্রিকেটাঙ্গনও। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, কেই বাদ নেই ক্ষোভ প্রকাশ থেকে। শুক্রবার তো ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর টুইট করে জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে কথা বলতে হবে যুদ্ধের ময়দানে।

মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়াতে (সিসিআই) ছিল ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুটি প্রতিকৃতি। দুটিই নামিয়ে ফেলা হয়েছে। আরেকটি ছবি রয়ে গেছে সিসিআইয়ের নিজস্ব রেস্টুরেন্টে। সেখানে কিংবদন্তি অলরাউন্ডার হিসেবে গ্যারি সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হেডলি এবং জ্যাক ক্যালিসের সঙ্গে ছবি আছে ইমরান খানের। সেটি ঢেকে দেয়া হবে বলে জানিয়েছে সিসিআই কর্তৃপক্ষ।

সিসিআইয়ের প্রেসিডেন্ট প্রমাল উদানি বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে দেশের সঙ্গে সংহতি প্রকাশের মাধ্যম এটা। কারণ সব কিছুর উপরে দেশ।’

Related posts

#করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ #খবর বুধবার , ৩ জুন ২০২০

Lutfur Mamun

Corona virus update and latest news || Sunday, July 19, 2020

Lutfur Mamun

আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে

Lutfur Mamun

Leave a Comment