24.4 C
Dhaka
May 14, 2025
Media

‘এই তুমি সেই তুমি’ এলিটা-শুভ

‘এই তুমি সেই তুমি’ এলিটা-শুভ

‘এই তুমি সেই তুমি’ এলিটা-শুভ

গানে গানে এক হলেন হালের দুই জনপ্রিয় শিল্পী এলিটা করিম ও ডি রকস্টার শুভ। তাদের কণ্ঠে প্রকাশিত হলো দ্বৈত গান ‘এই তুমি সেই তুমি’।
রোমান্টিক কথার মেলোরক গান ‘এই তুমি সেই তুমি’ নিয়ে এলেন এলিটা ও ডি রকস্টার শুভ। রাসেল মাহমুদের কথা ও মার্ক ডনের সুর-সঙ্গীতায়োজনে গানটির মিক্স এবং মাস্টারিং করেছেন আমজাদ হোসেন। প্যাকআপ ফিল্মস এর ব্যনারে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশফাক নিপুন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাবিলা নূর এবং ইয়াশ রোহান। গানে আছে এলিটা এবং শুভ’র উপস্থিতিও।

‘এই তুমি সেই তুমি’ প্রসঙ্গে এলিটা বলেন, “গানটির মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সংগীত মিলিয়ে একটা বর্তমান ও ফেলে আসা সুখের আভাস পাওয়া যায়। ধারণা ভুল না হলে গানটি শুনে বাংলা গানের নিখাঁদ শ্রোতারা স্বস্তি পাবেন। ”

শুভ বলেন, “এলিটা সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ তিনি গানটা ভালো বোঝেন। তবে তার সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। তার যে কণ্ঠ এবং গায়কী সেটা অদ্বিতীয়। তাই আমি আমার গায়কীতে ভালো করার চেষ্টা করেছি সাধ্যমতো। বাকিটা শ্রোতাদের বিবেচনা।”

গানটি নিজস্ব ইউটিউব প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

Related posts

জি সিরিজকে ১ লাখ টাকা জরিমানা

Lutfur Mamun

ইন্টারনেট কাপাচ্ছে ভাইরাল ভিডিয়ো স্যুইমিং পুলে সানি লিওন

Lutfur Mamun

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মন ভালো নেই || Actress Rituparna Sengupta is not feeling well ,,2024

Lutfur Mamun

Leave a Comment