একুশের গানে গোপের কণ্ঠে প্রিয়াঙ্কা
২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত হল প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একুশের গান।
আমায় যদি না পাও খুঁজে, খুঁজো একুশে আমায়, যদি না পাও খুঁজে, খুঁজো একাত্তরে, কোথাও যদি কেউ না থাকে, থাকবো একা দাঁড়িয়ে, আমার সোনার বাংলা মাকে বুকে জড়িয়ে- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং, সুর করেছেন যাদু রিছিল।
গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। বুধবার গানটি সুজন হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
গানটি সম্পর্কে প্রিয়াঙ্কা গোপ বলেন, “আশা করি, একুশ ও একাত্তরের চেতনা সমৃদ্ধ গানটি বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করবে।
গীতিকার সুজন হাজং গান প্রসঙ্গে বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান সেইসব বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই আমার এই গানটি লেখা; যারা ১৯৫২ সালে মায়ের ভাষার জন্য এবং ১৯৭১-এ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।