24.4 C
Dhaka
May 14, 2025
Media

একুশের গানে গোপের কণ্ঠে প্রিয়াঙ্কা

একুশের গানে গোপের কণ্ঠে প্রিয়াঙ্কা

একুশের গানে গোপের কণ্ঠে প্রিয়াঙ্কা

২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত হল প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একুশের গান।
আমায় যদি না পাও খুঁজে, খুঁজো একুশে আমায়, যদি না পাও খুঁজে, খুঁজো একাত্তরে, কোথাও যদি কেউ না থাকে, থাকবো একা দাঁড়িয়ে, আমার সোনার বাংলা মাকে বুকে জড়িয়ে- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং, সুর করেছেন যাদু রিছিল।

গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। বুধবার গানটি সুজন হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

গানটি সম্পর্কে প্রিয়াঙ্কা গোপ বলেন, “আশা করি, একুশ ও একাত্তরের চেতনা সমৃদ্ধ গানটি বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করবে।

গীতিকার সুজন হাজং গান প্রসঙ্গে বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান সেইসব বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই আমার এই গানটি লেখা; যারা ১৯৫২ সালে মায়ের ভাষার জন্য এবং ১৯৭১-এ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।

Related posts

রোমান্টিক স্বপ্ন নিয়ে সম্প্রতি বিয়ে করে স্ত্রী জেসমিনকে নিলয় মাহির ,অভিনয় দেবাংশী আনন্দে কেঁদেছিলেন,,

Lutfur Mamun

ফেরদৌসের ভারতীয় ছবির ভবিষ্যত অনিশ্চিত

Lutfur Mamun

”বিদ্যা” মনের ওজন নয়, দেহের ওজন বাড়ছে বাড়ুক

Lutfur Mamun

Leave a Comment