24.4 C
Dhaka
December 22, 2024
Bangladesh

ওবায়দুল কাদের দেশ-বিদেশে চিঠি দিয়ে ব্যর্থ বিএনপি

ওবায়দুল কাদের দেশ-বিদেশে চিঠি দিয়ে ব্যর্থ বিএনপি

ওবায়দুল কাদের দেশ-বিদেশে চিঠি দিয়ে ব্যর্থ বিএনপি

নিজস্ব প্রতিবেদক :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশ-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা তাদের নিজস্ব ব্যাপার।

নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুজন ছিলেন। একটি বড় দলের জন্য এটা কিছুই না। আশা করি উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।

মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। এ ছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতু দুটি আগামী জুন-জুলাই মাসে সেতু দুটি উদ্বোধন করা হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Related posts

ফ্রি ডাউনলোড বাংলা ভাষাতে সহিহ বুখারী অনুবাদ

Lutfur Mamun

স্ত্রী মিতুকে রিমান্ডে চায়, পুলিশ চিকিৎসকের আত্মহত্যা

Lutfur Mamun

বুবলীর সঙ্গে তিন নায়কের এক সিনেমায় || মিলন-সাইমন ও রোশান ||

Lutfur Mamun

Leave a Comment