24.4 C
Dhaka
April 18, 2025
Bangladesh

ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে আগুন

ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে আগুন

অগ্নিকাণ্ডের খবর শুনে হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, সন্ধে সওয়া ৭টা নাগাদ আগুন লাগে। আইসিইউতে থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য রোগীদেরও নিরাপদে বের করে আনা হয়েছে। তবে, কোনও হতাহতের খবর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগল ঢাকার শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখে, আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। ভয়ে অনেকেই হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসেন। হাসপাতালের কর্মীরাও তত্‍‌পরতার সঙ্গে নতুন ভবনে ভরতি থাকা রোগীদের নিরাপদে নীচে নামিয়ে আনেন।
অগ্নিকাণ্ডের খবর শুনে হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, সন্ধে সওয়া ৭টা নাগাদ আগুন লাগে। আইসিইউতে থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য রোগীদেরও নিরাপদে বের করে আনা হয়েছে। তবে, কোনও হতাহতের খবর নেই।

হাসপাতালের নতুন ভবনে ধোঁয়া দেখেই দ্রুত বিদ্যুত্‍‌ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত। দমকলের তরফে জানানো হয়েছে, রাত আটটার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Related posts

সালমান খান,অক্ষয় কুমার,রণবীর ও সুপারস্টার প্রভাস ||#Salman_Khan, #Akshay_Kumar,#Ranbir,#Prabhas ||

Lutfur Mamun

#পরীমনির ফ্রিতে দেখা যাবে #সিনেমা || #Porimoni #Movie Back || 29-11-2021

Lutfur Mamun

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || রোববার, ২১ মার্চ ২০২১,৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

Leave a Comment