ঢাকা ইউনাইটেডকে হারিয়ে প্রথম বিভাগ হকি লিগের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠেছে দিলকুশা এসসি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার সেরা হওয়ার লড়াইয়ে ৪-৩ গোলে জিতে ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন জয় দিলকুশা।
দিলকুশার জয়ে হৃদয় শেখ, পাবন মালিক, মিলন হোসেন ও জাহিদুল ইসলাম রাজন একটি করে গোল করেন। ঢাকা ইউনাইটেডের তিন গোলদাতা আরাফাত হোসেন পিয়াল, ইমরান আহমেদ সোহেল ও সাজ্জাদ হোসেন সিফাত।
১০ ম্যাচে আট জয় ও একটি করে হার, ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা ইউনাইটেড।