24.4 C
Dhaka
February 23, 2025
Bangladesh

নায়ক মান্নার মা সন্তানের জন্য ১১ বছর কেঁদে বিদায় নিলেন

নায়ক মান্নার মা সন্তানের জন্য ১১ বছর কেঁদে বিদায় নিলেন

নায়ক মান্নার মা সন্তানের জন্য ১১ বছর কেঁদে বিদায় নিলেন

চিত্রনায়ক মান্না না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি । সন্তানের জন্য ১১ বছর কেঁদে এবার বিদায় নিলেন মান্নার মা হাসিনা ইসলাম। আজ (রোববার) দুপুরের পর টাঙ্গাইলের জেলায় নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মান্নার স্ত্রী শেলী মান্না জাগো নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

নায়ক মান্নার মা সন্তানের জন্য ১১ বছর কেঁদে বিদায় নিলেন
নায়ক মান্নার মা সন্তানের জন্য ১১ বছর কেঁদে বিদায় নিলেন

শেলী মান্না বলেন, ‘২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারানোর। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর পেয়েছি।’

শেলী মান্না আরও বলেন, ‘অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। আফসোস লাগছে অনেক তার সঙ্গে দেখা হয়নি আমার। কাল তার দাফন হবে, শেষবারের মতো শাশুড়ি মা’র মুখ দেখতে যাচ্ছি। ’

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়।

Related posts

বুবলীর সঙ্গে তিন নায়কের এক সিনেমায় || মিলন-সাইমন ও রোশান ||

Lutfur Mamun

এথনো সবজি – পেঁয়াজের দাম পড়তির দিকে

Lutfur Mamun

বরগুনাগামী অভিযান ১০ লঞ্চে শঙ্কামুক্ত নন কেউই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় |

Lutfur Mamun

Leave a Comment