বিএনপি নেতার মেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা আমানুল্লাহ আমানের পরিবার।
বিএনপি নেতা আমানুল্লাহ আমান হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বাবা হত্যার বিচার দাবি করেন নিহত আমানুল্লাহ আমানের মেয়ে নিশাত তাসনিন।
সংবাদ সম্মেলনে নিশাত তাসনিন বলেন, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দলের দুই পক্ষের সংঘর্ষের জেরে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান নিহত হন। এ ঘটনায় ৮৯ জনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে ৫৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ঘটনার পর থেকে আসামিরা মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে।
তিনি আরও বলেন, আসামিরা এখন আমাদের হুমকি দিচ্ছে। এমনকি যারা মামলার সাক্ষী হয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তাদের জমি দখল করে নিচ্ছে আসামিরা। এসব বিষয় সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করেছিলাম। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই আমার বাবাকে হত্যার বিচার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমরা। আমার বাবাকে হত্যার বিচারের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই।
সংবাদ সম্মেলনে নিশাত তাসনিনের দাদি ফাতেমা খাতুন ও চাচা আবদুল কাদেরসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি নেতা আমান হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।