24.4 C
Dhaka
April 25, 2025
International Media

”বিদ্যা” মনের ওজন নয়, দেহের ওজন বাড়ছে বাড়ুক

''বিদ্যা'' মনের ওজন নয়, দেহের ওজন বাড়ছে বাড়ুক

”বিদ্যা” মনের ওজন নয়, দেহের ওজন বাড়ছে বাড়ুক

বিদ্যা মানেই প্রথাগত নায়িকাদের থেকে আলাদা। বোল্ড, সাহসী এবং বুদ্ধিমতী। এছাড়াও কথায় তিনি এক্কেবারে পাশের বাড়ির মেয়ে। বহুদিন ধরেই বিদ্যা বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন। হরমোনজনিত সমস্যাতেই তাঁর ওজন বাগে আনা বেশ কষ্টসাধ্য।
বিদ্যা মানেই প্রথাগত নায়িকাদের থেকে আলাদা। বোল্ড, সাহসী এবং বুদ্ধিমতী।
এছাড়াও কথায় তিনি এক্কেবারে পাশের বাড়ির মেয়ে।
বহুদিন ধরেই বিদ্যা বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন।
হরমোনজনিত সমস্যাতেই তাঁর ওজন বাগে আনা বেশ কষ্টসাধ্য।
বডিশেমিংয়ের তালিকা থেকে বাদ পড়েন না বলিউডের অভিনেত্রীরাও। যেমন নেহা ধুপিয়া, যেমন বিদ্যা বালান। সেই প্রথমদিন থেকেই বিদ্যা বডিশেমিংয়ের টার্গেট। এমনকী সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘শেরো’ নামে ট্যাগানো হয়েছিল। সম্প্রতি ফিল্মফেয়ারের একটি সাক্ষাৎকারে বিদ্যা জানান, কীভাবে তিনি এই নোংরা মানসিকতার বিরুদ্ধে লড়াই করে এসেছেন।

''বিদ্যা'' মনের ওজন নয়, দেহের ওজন বাড়ছে বাড়ুক
”বিদ্যা” মনের ওজন নয়, দেহের ওজন বাড়ছে বাড়ুক

বিদ্যা মানেই প্রথাগত নায়িকাদের থেকে আলাদা। বোল্ড, সাহসী এবং বুদ্ধিমতী। এছাড়াও কথায় তিনি এক্কেবারে পাশের বাড়ির মেয়ে। বহুদিন ধরেই বিদ্যা বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন। হরমোনজনিত সমস্যাতেই তাঁর ওজন বাগে আনা বেশ কষ্টসাধ্য। এছাড়াও তিনি আগে কথায় কথায় খুব উত্তেজিত হয়ে পড়তেন। বেগম জানের শ্যুটিংয়ের সময় তাঁর এই সমস্যা প্রবল আকার ধারণ করে। পরে অবশ্য তিনি নিজের মনকে অনেক শান্ত করেছেন। সদ্য ৪০ ছোঁয়া নায়িকা জানালেন, তিনি চান সব মহিলাই এই রোগা-মোটা ভাবনা দূর করুক। যেকোনও সমস্যার জন্য শরীরের ওজন বাড়তেই পারে। কিন্তু নিয়ন্ত্রণে রাখাটাও আপনার হাতে নেই। মন থেকে নিজেকে সুন্দর রাখলে তবেই বাকিদের দিকে আপনিও আঙুল তুলতে পারবেন।
অক্ষয় কুমারের জীবনী নিয়ে ছবি মিশন মঙ্গল-এ তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার সঙ্গে দেখা যাবে বিদ্যা বালানকেও। এছাড়াও তামিলে পিঙ্কের রিমেকেও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।

Related posts

মিডিয়া _ #পিকে_২,#আমির #রণবীর ও বিয়ের মৌসুমে #সোনাক্ষীর বিয়ে || ২৮-১১-২০২১

Lutfur Mamun

পর্নোগ্রাফির অভিযোগে ভারতে টিকটক বন্ধ

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||রোববার, ০৫ জুলাই ২০২০

Lutfur Mamun

Leave a Comment