24.4 C
Dhaka
May 14, 2025
Health

বৃহস্পতিবার ডায়াবেটিস সচেতনতা দিবস

বৃহস্পতিবার ডায়াবেটিস সচেতনতা দিবস

বৃহস্পতিবার ডায়াবেটিস সচেতনতা দিবস

প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এবারের মূল প্রতিপাদ্য- ‘উন্নত ডায়াবেটিস-সেবা পেতে আজই ডিজিটাল নিবন্ধন করুন’।

এ উপলক্ষে ওইদিন সকাল সাড়ে ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন। দুপুর ১২টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) এক আলোচনাসভা আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখবেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক জাফর এ লতিফ।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ফারুক পাঠান। অনুষ্ঠানে নির্বাচিত আদর্শ ডায়াবেটিক রোগীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।

এছাড়া, বেলা ১১টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ‘কান্তি’র বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণেরও উদ্যোগ নেয়া হয়েছে।

উলে­খ্য, ১৯৫৬ সালের এই দিনে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তির উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ উপলক্ষে সকাল ৮টায় একটি ফ্রি হার্ট ক্যাম্পেরও আয়োজন করবে। এছাড়াও সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

Related posts

রেসিপি চিংড়ি মাছের কোর্মা তৈরির

Lutfur Mamun

নারীরা অবহেলিত ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায়

Lutfur Mamun

পেঁপের স্বাদ-গন্ধ বাড়ানোর দারুণ একটি উপায়

Lutfur Mamun

Leave a Comment