24.4 C
Dhaka
May 14, 2025
Media

ভাইরাল হলো আনুশকা শর্মার জমজ বোনের ছবি

ভাইরাল হলো আনুশকা শর্মার জমজ বোনের ছবি

ভাইরাল হলো আনুশকা শর্মার জমজ বোনের ছবি

আনুশকার যে যমজ বোন আছে সেটাই তো কখনো জানা ছিল না। হঠাত আনুশকার যমজ বোনের ছবি সবার সামনে আসলো। নাকী অন্য কিছু। কী এমন হল যে রাতারাতি লুক বদলে ফেললেন বিরাট পত্নি আনুশকা। তাও আবার নেহাত মেকওভার নয়, এ যেন একেবারে আমূল ভোলবদল। প্লাস্টিক সার্জারি করলেন? কসমেটিক সার্জারি? নতুন সিনেমার লুক নাকি অন্যকিছু। ছবিটা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই এমন হাজারও প্রশ্ন ঘুরতে শুরু করেছে নেটিজেন মহলে। সত্যিই এক ঝলকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আনুশকা শর্মা নন, অন্য কেউ।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি শ্বেতাঙ্গ মহিলার ছবি। পাশে কোলাজ করা আনুশকা শর্মা। আর এই ছবিই এখন অন্যতম চর্চিত বিষয় নেটপাড়ায়। কিন্তু কে এই মহিলা? ইনি হলেন মার্কিন গায়িকা জুলিয়া মাইকেল। আনুশকা মতোই হুবহু একই রকম দেখতে তাকে। যমজ যাকে বলে।

প্রসঙ্গত, শুধু গান গাওয়াই নয়, ব্রিটনি স্পেয়ার, জাস্টিন বাইবার, সেলেনা গোমজ-এর মতো প্রথম সারির মার্কিন তারকাদের জন্য গানও লিখেছেন জুলিয়া। শুধু তাই নয়, ছবি ঘিরে ইতিমধ্যেই মিমও তৈরি হয়েছে স্যোশাল সাইটে।

কিছুদান আগেই দেখা মিলেছিল বিরাটের জমজকেও। তিনি ছিলেন হলিউড নায়ক ডোমিনিক কুপার। প্রসঙ্গত, সদ্য ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিরাট-আনুশকা। আর এই সেলেব কাপলের ইনস্টাগ্রাম বলছে রোম্যান্টিক সফর কাটিয়েই দেশে ফিরেছেন তারা। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ার টাইমলাইন জুড়ে ঘুড়ছে সেই ছবিও।

তবে নেটপাড়ার ভাইরাল এই হামসাকালের ছবি কী চোখে পড়েছে নায়িকার? যদি দেখে থাকেন বাকিদের মতো তিনিও নিশ্চই অবাক হয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি নায়িকার তরফে।
সূত্র: জিএন

Related posts

মামলার প্রতিবেদন পেছালো নিশোর মেহজাবিন || 02-02-2022

Lutfur Mamun

১০৪ তম জন্মদিন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের

Lutfur Mamun

দক্ষিণী সিনেমার এই নায়িকা নাকি ভারতের অন্যতম সেরা পেসার

Lutfur Mamun

Leave a Comment