24.4 C
Dhaka
December 22, 2024
Media

শাহরুখ-কন্যা সুহানা কাকে ডেট করতে চান

শাহরুখ-কন্যা সুহানা কাকে ডেট করতে চান

শাহরুখ-কন্যা সুহানা কাকে ডেট করতে চান

বুড়ো হচ্ছেন শাহরুখ খান। কারণ মেয়ে সুহানা বলছেন, এবার ডেট করতে চান তিনি।

ইনস্টাগ্রামে সম্প্রতি ‘আস্ক মি আ কোয়েশ্চেন’ সেশনে তাঁর এক ফ্যান সুহানাকে প্রশ্ন করেন, কার সঙ্গে ডেট করতে চান তিনি। সেই প্রশ্নের জবাবে ১৮ বছরের সুহানা বলেন, দক্ষিণ কোরিয়ার পপ তারকা কিম জন-মিওন-র সঙ্গে ডেট করতে চান তিনি। উত্তরের সঙ্গে কিমের একটি ছবিও শেয়ার করেন সুহানা।

কিম জন-মিওম সবচেয়ে বেশি জনপ্রিয় সুহো নামে। শুধু পপ গানই নয়, অভিনয়, গান লেখা ও মডেলিংয়েও ঝোঁক রয়েছে তাঁর। সুহানা যে কে-পপ ফ্যান তা আর জানার বাকি রইল না।

শোনা যায়, সুহানাও নাকি বাবার মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান। গত বছর ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেছিলেন তিনি। আপাতত অবশ্য লন্ডনে পড়াশোনা করছেন শাহরুখ-কন্যা।

Related posts

ভাইরাল হলো আনুশকা শর্মার জমজ বোনের ছবি

Lutfur Mamun

Fans are surprised to see Janhvi in ​​a saree || বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ||

Lutfur Mamun

১ কোটি এক রাতের জন্য

Lutfur Mamun

Leave a Comment