সাব্বির-সৌম্য শেষ মুহূর্তে আবহনীর দলে
ডিপিএলের ১২টি দল নিয়ে আজ থেকে প্রথমবারের মতো মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ার একদিন আগেই সৌম্য সরকার এবং সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে আবাহনী।
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ড্রাফট থেকে সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছিল উত্তরা স্পোর্টিং ক্লাব। আর শাইনপুকুর ক্রিকেট ক্লাব ড্রাফট থেকে দলে ভিড়িয়েছিল সৌম্যকে।
নিয়ম অনুযায়ী কোনো দল চাইলে মোট দুইজন ক্রিকেটারকে অন্য দলের সাথে সমঝোতায় দল বদল করতে পারবে। সেই নিয়মেই উত্তরা স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আবাহনী।
নিউজিল্যান্ড সফরের কারণে এখনই আবাহনী পাচ্ছে না সৌম্য সরকারকে। তবে আসরের শুরু থেকেই সাব্বির রহমানকে পাচ্ছেন গতবারের ডিপিএল চ্যাম্পিয়ন আবাহনী।
আবাহনী স্কোয়াড: মাশরাফী বিন মোর্ত্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন। সানজামুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।