24.4 C
Dhaka
November 22, 2024
International

৫০টি পরমাণু বোমা যথেষ্ট ভারতকে ধ্বংস করতে

৫০টি পরমাণু বোমা যথেষ্ট ভারতকে ধ্বংস করতে

৫০টি পরমাণু বোমা যথেষ্ট ভারতকে ধ্বংস করতে

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়ে আসছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশে। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

শনিবার আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন চরম পর্যায়ে এবং যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে।

তবে তিনি মনে করেন, ‘একটা পরমাণু বোমা দিয়ে ভারতকে ঘায়েল করা যাবে না। পাকিস্তান একটা পরমাণু বোমা ফেললে ভারত ২০টা ফেলবে এবং পাকিস্তানকে ধ্বংস করে দেবে।’

এরপরই পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভারতকে আক্রমণ করতে হলে অন্তত ৫০টি পরমাণু বোমা প্রথমেই ফেলতে হবে। যাতে ভারত ২০টা পরমাণু বোমা ফেলার আগেই ধ্বংস হয়ে যায়। এই ৫০টি বোমা নিয়ে আগে হামলা করতে কি আপনারা (পাকিস্তান) প্রস্তুত আছেন?’

ওই সংবাদ সম্মেলনে স্বেচ্ছা নির্বাসন থেকে পাকিস্তানে ফেরা নিয়েও কথা বলেন মোশাররফ। তিনি বলেন, এখন পাক রাজনীতি তার অনুকূলেই রয়েছে। বর্তমান সরকারের অর্ধেক মন্ত্রীই তার অনুগামী। আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন তার আইনজীবী।

তবে কবে নাগাদ তিনি পাকিস্তানে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সে বিষয় স্পষ্ট করেননি মোশাররফ।

সূত্র: আনন্দবাজার

Related posts

#করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ #খবর বুধবার , ৩ জুন ২০২০

Lutfur Mamun

করোনাভাইরাস সর্বশেষসংবাদ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

Lutfur Mamun

মালাউইতে শুরু হচ্ছে বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা পরীক্ষা

Lutfur Mamun

Leave a Comment