24.4 C
Dhaka
April 18, 2025
Media

অভিনেত্রী পালালেন হোটেলের বিল না দিয়েই

অভিনেত্রী পালালেন হোটেলের বিল না দিয়েই

অভিনেত্রী পালালেন হোটেলের বিল না দিয়েই

অভিনেত্রী পালালেন হোটেলের বিল না দিয়েই
অভিনেত্রী পালালেন হোটেলের বিল না দিয়েই

 

আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী পূজা গান্ধী। এবার অভিযোগ, বিলাসবহুল একটি হোটেলের সাড়ে চার লাখ টাকা বিল পরিশোধ না করেই পালিয়ে গেছেন তিনি।

সম্প্রতি বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে বেশ কয়েকদিন ছিলেন এই অভিনেত্রী। একপর্যায়ে হোটেল বিল বাড়তে দেখে হোটেল ছেড়ে চলে যান। বাকি থেকে যায় চার লাখ টাকা।

হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তার নামে শমন জারি করা হয়। শমন জারির পরই পূজা প্রথম ধাপে দুই লাখ টাকা বিল মিটিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণ ভারতের একটি দৈনিক সূত্রে খবর, বিল পরিশোধের জন্য হোটেল কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চেয়েছিলেন পূজা।

উল্লেখ্য, এবারই প্রথম নয়। এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। দক্ষিণ ভারতীয় ছবির জগতের এক প্রযোজক কিরণও পূজার নামে প্রতারণার অভিযোগ এনেছিলেন।

কন্নড় এই অভিনেত্রী বেশ কয়েকটি তামিল ও মালয়ালম ছবিতে কাজ করেন। বাংলা ছবি ‘তোমাকে সালামে’ দেখা গেছে তাকে।

Related posts

‘শরতে আজ’ মুক্তি পেল পরমব্রতর ওয়েব সিরিজ

Lutfur Mamun

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন আজ ||

Lutfur Mamun

মিডিয়া _ #পিকে_২,#আমির #রণবীর ও বিয়ের মৌসুমে #সোনাক্ষীর বিয়ে || ২৮-১১-২০২১

Lutfur Mamun

Leave a Comment