24.4 C
Dhaka
May 14, 2025
তথ্যপ্রযুক্তি

আইফোনে এলো প্লেস্টেশন ৪

আইফোনে এলো প্লেস্টেশন ৪

আইফোনে এলো প্লেস্টেশন ৪

আইফোনে এলো প্লেস্টেশন ৪
আইফোনে এলো প্লেস্টেশন ৪

প্লেস্টেশন ৪-এ এবার আইওএস সমর্থন যোগ করেছে সনি। ফলে এবার আইফোন এবং আইপ্যাডে স্ট্রিম করা যাবে প্লেস্টেশন ৪-এর গেইম।
প্লেস্টেশন ৪-এর নতুন সংস্করণে আনা হচ্ছে এই ফিচারটি। গেইমিং কনসোলটির এই ফিচারকে বলা হয় ‘রিমোট প্লে’।

২০১৩ সালে প্লেস্টেশন ৪ উন্মোচনের সময় থেকেই এতে রাখা হয়েছে রিমোট প্লে ফিচার। কয়েক বছর ধরে এতে বিভিন্ন ডিভাইস সমর্থন এনেছে সনি। প্লেস্টেশন ভিটা, অন্যান্য সনি ডিভাইস, পিসি ও ম্যাকের পর এবার এতে যোগ হলো আইওএস– খবর বিজনেস ইনসাইডার-এর।

আইফোনে ‘রিমোট প্লে’ আনা হলেও এর সঙ্গে সনির ডুয়ালশক ৪ গেইমপ্যাড যুক্ত করা যাবে না। ফলে পর্দায় দেখানো ভার্চুয়াল বাটন দিয়ে খেলতে হবে গেইম।

আইওএস অ্যাপের মাধ্যমে প্লেস্টেশন ৪ রিমোট প্লে গ্রাহকরা শুধু গেইম নয় পুরো কনসোলেরই অ্যাকসেস পাবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আইওএস সমর্থন পাওয়ার জন্য প্লেস্টেশন ৪-এর ফার্মওয়্যার ৬.৫০ সংস্করণে আপডেট করতে বলা হয়েছে। আর আইফোনে আইওএস অ্যাপটি ডাউনলোড করে কনসোলে যুক্ত হতে পারবেন গ্রাহক।

Related posts

জেপি মরগান ক্রিপ্টোকারেন্সি আনছে

Lutfur Mamun

স্পিকারের কাজ করবে এলজি ফ্ল্যাগশিপ পর্দা

Lutfur Mamun

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

Lutfur Mamun

Leave a Comment