24.4 C
Dhaka
July 19, 2025
Bangladesh

‘ওবোন’ সিলেট ও যশোরে

‘ওবোন’ সিলেট ও যশোরে

‘ওবোন’ সিলেট ও যশোরে

রাজধানী ঢাকার পর সিলেট এবং যশোর শহরে যাত্রা শুরু করলো নারীদের রাইড শেয়ারিং সেবা ‘ওবোন’
রাইড শেয়ারিং সেবা ওভাইয়ের একটি সেবা হচ্ছে ‘ওবোন’।এতে একজন নারী রাইডার একজন নারী যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেন।
ওভাই গত এক বছর ধরে ঢাকা,চট্টগ্রাম,যশোর, রাজশাহী,খুলনা এবং কক্সবাজারে কার্যক্রম চালাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ৫ মার্চ থেকে সিলেট এবং যশোরে সেবা দেওয়া শুরু করেছে ‘ওবোন’। সেখানে ত্রিশজন নারী রাইডার যাত্রী সেবা দেবেন। এতে যাত্রীরাও খুব সহজেই ওভাই অ্যাপের মাধ্যমে নিতে পারবেন ওবোন সেবা। এতে তাদের দৈনন্দিন যাতায়াত আরও নিরাপদ হয়ে উঠবে।

যাত্রীদের সর্বাধিক নিরপত্তার কথা মাথায় রেখেই ওভাই ব্যবহার করছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম,ভিটিএস।এরমাধ্যমে যাত্রী ও ড্রাইভার দুজনেরই অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব।

Related posts

নওফেল : ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে

Lutfur Mamun

গ্রাহক ও রাজস্ব বেড়েছে গ্রামীণফোনের

Lutfur Mamun

মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বলেছেন ঢাকায় কোনো গ্যাং থাকবে না

Lutfur Mamun

Leave a Comment