24.4 C
Dhaka
April 17, 2025
তথ্যপ্রযুক্তি

ওয়েবের জন্য নতুন স্কাইপ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

ওয়েবের জন্য নতুন স্কাইপ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

ওয়েবের জন্য নতুন স্কাইপ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

ওয়েবের জন্য নতুন স্কাইপ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
ওয়েবের জন্য নতুন স্কাইপ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

ওয়েবের জন্য নতুন স্কাইপ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে এইচডি ভিডিও কলিং এবং কল রেকর্ডিংয়ের মতো ফিচারগুলোর জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না ক্রোম এবং এজ ব্রাউজার গ্রাহকদের।
নতুন স্কাইপ ওয়েবের ইন্টারফেইসেও আনা হয়েছে অনেক পরিবর্তন। আগের চেয়ে সহজে কথপোকথনে নজর রাখতে পারবেন গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ওয়েব সংস্করণে আনা হয়েছে নতুন নোটিফিকেশন প্যানেল। কোনো গ্রাহককে নির্দিষ্ট করে বার্তা দিলে নোটিফিকেশন পাওয়া যাবে এই প্যানেলে। এ ছাড়া ছবি এবং ভিডিওর জন্য মিডিয়া গ্যালারি যোগ করা হয়েছে এতে। আর কথপোকথনে চাইলে সার্চও করতে পারবেন গ্রাহক।

উইন্ডোজ ১০ এবং ম্যাকওএস ১০.১২ সিয়েরা বা পরবর্তী সংস্করণের কম্পিউটারে আনা হয়েছে নতুন স্কাইপ।

আপাতত শুধু ক্রোম এবং এজ ব্রাউজারে সমর্থন করবে স্কাইপ ওয়েব। পরবর্তীতে ক্রোমিয়ামের নতুন সংস্করণভিত্তিক ব্রাউজারেও আনা হবে অ্যাপটি। ফায়ারফক্স, সাফারি বা ওপেরার মতো ব্রাউজারের জন্যও চালু করা হয়নি ওয়েব অ্যাপটি।

Related posts

উবার চালকদের নিরাপত্তা দেবে

Lutfur Mamun

“Google “গুগলের এবার যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি ডলার বিনিয়োগ

Lutfur Mamun

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

Lutfur Mamun

Leave a Comment