নয়া অ্যাপ আনল স্টেট ব্যাংক,ডেবিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা
এটিএম প্রতারণা বন্ধ করার উদ্দেশে নতুন পরিষেবা চালু করল স্টেট ব্যাংক। এসবিআই-এর YONO অ্যাপের সাহায্যে স্মার্টফোন থেকে এসএমএস মারফত পাওয়া ছয় সংখ্যার পিন নম্বর ব্যবহার করতে হবে।
YONO অ্যাপের সাহায্যে স্মার্টফোন থেকে এসএমএস মারফত পাওয়া ছয় সংখ্যার পিন নম্বর ব্যবহার করা যাবে।
পিন নম্বর ব্যবহার করে এর পর ফোন থেকেই করা যাবে ব্যাংক লেনদেনের যাবতীয় কাজ।
গ্রাহক নিরাপত্তার স্বার্থে এটিএম-এর নিরাপত্তা নিয়ে উদ্যোগী হয়েছে স্টেট ব্যাংক।
ই সময় ডিজিটাল ডেস্ক: এটিএম থেকে নগদ টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই। স্টেট ব্যাংকের এই নতুন পরিষেবা পেতে গেলে শুধু স্মার্টফোনে ইয়োনো (YONO) অ্যাপ ডাউনলোড করে নিলেই চলবে।
এসবিআই-এর YONO অ্যাপের সাহায্যে স্মার্টফোন থেকে এসএমএস মারফত পাওয়া ছয় সংখ্যার পিন নম্বর ব্যবহার করতে হবে। এই পিন নম্বর পাওয়া যাবে শুধুমাত্র এসএমএস-এর সাহায্যে। তবে মাত্র ৬ মিনিটের জন্য ওই পিন বৈধ থাকবে বলে জানা গিয়েছে। পিন নম্বর ব্যবহার করে এর পর ফোন থেকেই করা যাবে ব্যাংক লেনদেনের যাবতীয় কাজ।
এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, এটিএম প্রতারণা বন্ধ করার উদ্দেশেই এই নতুন পরিষেবা চালু করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে এটিএম জালিয়াতির লঘটনা লাফিয়ে বেড়েছে। গ্রাহক নিরাপত্তার স্বার্থে তাই এটিএম-এর নিরাপত্তা নিয়ে উদ্যোগী হয়েছে স্টেট ব্যাংক।