24.4 C
Dhaka
April 17, 2025
Bangladesh

পাট দিবস নানা আয়োজনে পালিত

পাট দিবস নানা আয়োজনে পালিত

পাট দিবস নানা আয়োজনে পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, পাটপ‌ণ্য মেলার উ‌দ্বোধনসহ নানা অনুষ্ঠা‌নের ম‌ধ্যদি‌য়ে রাজধানী‌ ঢাকাসহ সারা‌দে‌শে পাট দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি পালিত হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ও পাটপণ্যের মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রফতানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এ বছর তৃতীয়বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

জাতীয় পাট দিবস উপলক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো পাট, পাটখড়ি, পাটের পণ্য, রঙ-বেরঙয়ের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয়।

এছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী (৬ ও ৭ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামীকাল ৭ মার্চ বিকেল সাড়ে ৫টায় এ মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০১৯ এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাটখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪টি পুরস্কার তুলে দেন। এর আগে বুধবার রাজধানীর মা‌নিক মিয়া এ‌ভিনিউ থে‌কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বি‌কে‌লে আলোচনা সভা এবং সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়।

Related posts

বর্ণে ছন্দে আনন্দে প্রাণের বৈশাখ

Lutfur Mamun

করোনাভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || সোমবার, ২৯ মার্চ ২০২১,১৫ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ||

Lutfur Mamun

জীবন বীমা কর্পোরেশন ৯০ দিনে মরণোত্তর দাবি পরিশোধে ব্যর্থ

Lutfur Mamun

Leave a Comment