সপ্তাহের রাশিফল ১৫ মার্চ ২০১৯ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) চলার পথে সাবধান থাকুন। নিজ ভুলে কোনো ধরনের সমস্যার আশঙ্কা রয়েছে। কেউ কেউ বিশেষ কোনো সুখবর আশা করতে পারেন। কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। যোগাযোগমূলক কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতার আশঙ্কা রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। যা করতে পারবেন না বা করবেন সে বিষয়ে আগে থেকেই জানিয়ে রাখুন। অন্যথায় সমস্যায় পড়তে হতে পারে। ব্যক্তিগত যানবাহন চালনায় সাবধান থাকুন। অসতর্কতা সমস্যা সৃষ্টির মূল কারণ হতে পারে। আয় রোজকার মোটামুটি ভালো যেতে পারে। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আয় উন্নতির চেষ্টায় সফলতা পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। চলাফেরায় সচেতন থাকলে ভালো করবেন। দৈনন্দিন কাজে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে ভালো করবেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কোনো কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। সামাজিক মর্যাদা বাড়তে পারে। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। বিশেষ প্রয়োজনে প্রভাবশালী বন্ধুবান্ধবের সহযোগিতা কিংবা সুপরামর্শ আশা করতে পারেন। আয় উপার্জন বাড়তে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে ভালো করবেন। প্রতিটি কাজে সাবধানতা অবলম্বন করুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) প্রবাস সংক্রান্ত কাজে সাফল্য আশা করতে পারেন। দূর থেকে কোনো তথ্য আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো চিঠি কিংবা তথ্য পেতে পারেন। আধ্যাত্নিক জ্ঞানসম্পন্ন কারও সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেতে পারেন। ভ্রমণ হতে পারে। কোনো কাজে নেতৃত্বের প্রয়োজন হতে পারে। কেউ কেউ ফটকা কারবারে লাভ করতে পারেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) সাময়িকভাবে পরিবেশ ও পরিস্থিতি কম ভালো যেতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে ভালো করবেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেউ কেউ প্রবাস থেকে রেমিটেন্স পেতে পারেন। পেশাগত দায়দায়িত্ব বাড়তে পারে। কেউ কেউ নতুন চাকুরির খোঁজ পেতে পারেন। আপনার বিশেষ কোনো দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) নতুন কারও সঙ্গে পরিচয় কিংবা সম্পর্ক উন্নয়ণ হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। কারও কারও গোপনসূত্রে অর্থলাভের যোগ রয়েছে। শারীরিক ও মানসিকভাবে চাঙা অনুভব করবেন। ভাগ্যোন্নয়ণের পথে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। কোনো ধরনের প্রতিকূল পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে চললে ভালো করবেন। বিবাহিতদের দাম্পত্য সম্পর্কের বিষয়ে সচেতনতার প্রয়োজন হতে পারে। ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। ব্যবসাযিক দিক ভালো যেতে পারে। কোনো আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। শিল্পী ও কলাকুশলীরা বিশেষ কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। মিডিয়াকর্মীরা আপন প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হওয়ার প্রয়োজন আছে। কেউ কেউ মৌসুমী রোগব্যধিতে ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) গৃহস্থালী কেনাকাটায় ব্যস্ততা বাড়তে পারে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কারও কারও গৃহে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন হতে পারে। নব দম্পতির সন্তানলাবের চেষ্টায় সাফল্য আসতে পারে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যেতে পারে। সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) যোগাযোগমূলক কাজে দক্ষতা ও কর্মকৌশল পেশাক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। বিশেষ কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ভ্রমণ হতে পারে। যোগাযোগমূলক কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যেতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) পাওনা অর্থ আদায় হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে ভ্রমণ হতে পারে। আলস্যের কারণে কোনো সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যেতে পারে। প্রতিটি কাজ সময়মতো করার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।