24.4 C
Dhaka
April 18, 2025
Bangladesh

সানগ্লাস পরা দেখে খালেদাকে অসুস্থ মনে হয় না

সানগ্লাস পরা দেখে খালেদাকে অসুস্থ মনে হয় না

সানগ্লাস পরা দেখে খালেদাকে অসুস্থ মনে হয় না

 

সানগ্লাস পরা দেখে খালেদাকে অসুস্থ মনে হয় না
সানগ্লাস পরা দেখে খালেদাকে অসুস্থ মনে হয় না

দেখলে অসুস্থ বলে মনে করেন না তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটর কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ।

হাছান মাহমুদ বলেন, এটা তার নতুন কোনও রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।

তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন।

এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনও আপত্তি ছিল না।

Related posts

যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, প্রশ্ন ফাঁস

Lutfur Mamun

গভর্নর আরসিবিসির মামলা প্রসঙ্গে যা বললেন

Lutfur Mamun

দীপু মনি :জামায়াত নতুন নামে রাজনীতিতে আসে কি-না দেখার বিষয়ে

Lutfur Mamun

Leave a Comment