- পদ্মায় দুই স্পিডবোটে সংঘর্ষে এক যাত্রী নিহত, নিখোঁজ ৮
মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে দুটি স্পিডবোটে সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৭/৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানিয়েছেন।
শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, রাত ৯টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে দুটি স্পিডবোটের সংঘর্ষে মুরাদ হোসেন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মুরাদ খিলবাড়ি গুলশান মডেল টাউনের ইসমাইল হোসেনের ছেলে। শিবচরের নিলখীতে শ্বশুরবাড়িতে আসছিলেন তিনি।
আহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কান্দিরপাড় গ্রামের শাজাহান সরদারের ছেলে স্পিডবোট চালক আল-আমিন (২২) ও ঢাকার দিলকুশার সানফ্লাওয়ার ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান (৪৫)।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফানুর রহমান আদনান জানিয়েছেন, আহত তিনজনকে শিবচর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে আল-আমিন নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।