24.4 C
Dhaka
July 18, 2025
International

স্মৃতি ফিরে এল আয়লানের , নদীতে শরণার্থী বাবা-মেয়ের দেহ ভেসে উঠল

স্মৃতি ফিরে এল আয়লানের , নদীতে শরণার্থী বাবা-মেয়ের দেহ ভেসে উঠল

স্মৃতি ফিরে এল আয়লানের , নদীতে শরণার্থী বাবা-মেয়ের দেহ ভেসে উঠল

মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত ঘটল এমন মর্মান্তিক ঘটনা। ২৫ বছর বয়সী অস্কার অ্যালবার্তো তাঁর দুবছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসার চেষ্টা করেছিলেন। যার জন্য ঝুঁকিপূর্ণ রিও গান্ডে নদী পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু নদীর স্রোতে ভেসে যান অ্যালবার্তো। সঙ্গে তাঁর মেয়েরও একই পরিণতি হয়।

স্মৃতি ফিরে এল আয়লানের , নদীতে শরণার্থী বাবা-মেয়ের দেহ ভেসে উঠল
স্মৃতি ফিরে এল আয়লানের , নদীতে শরণার্থী বাবা-মেয়ের দেহ ভেসে উঠল

আয়লান কুর্দিকে মনে আছে? সেই ছোট্ট ছেলেটি, শরনার্থী হওয়ার ‘অপরাধে’ যাঁর দেহ ভেসে উঠেছিল সমুদ্র তীরে, সেই আয়লান। এবার আবার যেন সেই স্মৃতি উসকে দিল শরনার্থী এক বাবা আর ছোট্ট মেয়ের দেহ ভেসে ওঠার ঘটনা। এই ছবিই যেন বলে দিচ্ছে, বিশ্বজুড়ে শরণার্থীদের দুর্দশার কথা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত ঘটল এমন মর্মান্তিক ঘটনা। ২৫ বছর বয়সী অস্কার অ্যালবার্তো তাঁর দুবছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসার চেষ্টা করেছিলেন। যার জন্য ঝুঁকিপূর্ণ রিও গান্ডে নদী পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু নদীর স্রোতে ভেসে যান অ্যালবার্তো। সঙ্গে তাঁর মেয়েরও একই পরিণতি হয়। মেয়েকে নিজের টি-শার্টের ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন। স্রোতে দুই বছরের মেয়ে যেন কোনওভাবেই ভেসে না যায়! কিন্তু তিনিই শেষ পর্যন্ত তলিয়ে গেলেন ছোট্ট মেয়েকে নিয়ে।

পরে তাঁর ও মেয়ের নিথর দেহ ভেসে ওঠে নদীর জলে। ছেলে ও নাতনির এই মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছেন অ্যালবার্তোর মা। নাতনির একের পর এক খেলনা হাতে নিয়ে কেঁদে চলেছেন তিনি।

Related posts

করোনায় কাঁপছে সারা বিশ্ব || শনিবার-৩০ মে,২০২০ ||

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ || শনিবার, ০৮ আগস্ট ২০২০

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

Lutfur Mamun

Leave a Comment