24.4 C
Dhaka
July 17, 2025
Media

আরিফিন শুভ ও নাবিলার আয়নাবাজির সঙ্গে জুটি বাঁধছেন

আরিফিন শুভ ও নাবিলার আয়নাবাজির সঙ্গে জুটি বাঁধছেন

আরিফিন শুভ ও নাবিলার আয়নাবাজির সঙ্গে জুটি বাঁধছেন

উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয় মাসুমা রহমান নাবিলা। মডেল ও অভিনেত্রী নাবিলাও কম চমক দেখাননি। বিশেষ করে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবিটি দিয়ে তিনি বাজিমাত করেছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। আজকাল তাকে ‘আয়নাবাজি’র নাবিলা বলেই ডাকছেন সবাই।
সম্প্রতি উপস্থাপনা নিয়ে ব্যস্ত নাবিলাকে কালেভদ্রে দেখা যায় নাটক-টেলিছবিতেও।

নতুন খবর হলো, প্রথমবারের মত ঢাকাই ছবির চিত্রনায়ক আরিফিন শুভ’র সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নাবিলা। তবে তা কোনো সিনেমার জন্য নয়। ওয়ালটনের তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে।

ওয়ালটনের ব্লেন্ডার, ওয়াশিং মেশিন এবং মাল্টি কুকারের টিভিসিগুলো নির্মাণ হবে দেশের বিভিন্ন লোকেশনেই। আগামীকাল থেকে শুটিংয়ে অংশ নেবেন শুভ-নাবিলা। এগুলো পরিচালনা করবেন তৌহিদ মিতুল।

আরিফিন শুভ ও নাবিলার আয়নাবাজির সঙ্গে জুটি বাঁধছেন
আরিফিন শুভ ও নাবিলার আয়নাবাজির সঙ্গে জুটি বাঁধছেন

নাবিলা বলেন, ‘জুটির গল্প নিয়ে তিনটি ভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন হবে। আলাদা আলাদা গল্পে আলাদা আলাদা প্রোডাক্ট। আইডিয়াগুলো পছন্দ হয়েছে। আরিফিন শুভর সঙ্গেও প্রথমবার কাজ করছি এটাও ভালো লাগছে।’

এর আগে গেল রোজার ঈদে একটি এলপি গ্যাসের বিজ্ঞাপনে কাজ করেছিলেন নাবিলা। এছাড়াও গেল কোরবানি ঈদে একটি নাটকেও দেখা গিয়েছিল তাকে। চলতি বছরেই নতুন সিনেমার ঘোষণা নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

নতুন এই বিজ্ঞাপনটির শুটিং শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর দেশ ছাড়বেন নাবিলা। পরিবার নিয়ে মিশর ও তুরস্কে দুই সপ্তাহের অবকাশ কাটাবেন তিনি।

Related posts

আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে

Lutfur Mamun

কথা নেই, মুখ দেখাদেখিও, কারণ কি মালাইকা

Lutfur Mamun

১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরের চিকিৎসায়

Lutfur Mamun

Leave a Comment